Wednesday, October 31, 2018

গুরুদাসপুরে ২০ জনের কারাদন্ড

গুরুদাসপুরে মাদক সেবন ও বিক্রির সময়  ২০ জনকে হাতে নাতে ধরে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধ্যায় তাদের গুরুদাসপুর উপজেলার গজেন্দ্রচাপিলা গ্রাম থেকে তাদের আটক করে র‌্যাবের একটি অপারেশন দল। পরে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মনির হোসেন তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
রাজশাহীর সিপিসি-২, র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আজমল হোসেন  জানান, উপজেলা নির্বাহী অফিসার মনির হোসেন ও তার যৌথ নেতৃত্বে র‌্যাবের ভ্রাম্যমান আদালত উপজেলার গজেন্দ্রচাপিলা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে মাদক বিক্রি ও সেবনের সময় হাতেনাতে ২০ জনকে আটক করা হয়। এসময় ১৫ হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয়। আটককৃতরা হলো খাইরুল ইসলাম, মাহাবুব আলম, আরিফুল ইসলাম, সিরাজ শেখ, খিজা পাহান, পিতা- সুরেন পাহান, খোকা পাহান, দুলাল পাহান, মোঃ মিরাজ, রতন কুমার তেলী, দিবলাল তেলা, শলাবী কুমার পাহান, নিরেন পাহান , পলাশ তেলী, অশীম কুমার পাহান, সবুজ কুমার রায়, জয়নাল শেখ, মোঃ বায়হান হোসেন, পিতা- মোঃ সেকেন্দার মন্ডল, প্রদীপ কুমান সরকার, শ্রী শান্ত কুমার ও  নীল কুমার পাহান। আটককৃতদের পরে  ভ্রাম্যমান আদালতের নির্দেশে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
crime natore gurdaspur rab



Tuesday, October 30, 2018

আবারো সংসদে ফেরার প্রত্যাশা শিমুল পলকের



 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাটোরের দুই সংসদ সদস্যের একটি ছবি এর ক্যাপশন নিয়ে বেশআলোচনা শুরু হয়েছে একটি ছবিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্তসা নিয়ে জনগনের দোয়ায় আবারো সংসদে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন দুই সংসদ সদস্য
সোমবার  নাটোর- সংসদ সদস্য আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নিয়ে সংসদ ভবনে তোলা একটি ছবি পোস্ট করেন নাটোর-  সংসদ সদস্য জেলা লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল। ছবির ক্যাপশনে লেখা ছিলো-‘আবার আসিব ফিরে জনগণের দোয়া নিয়ে
দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনের শেষ দিনে সংসদ ভবনে ছবি তোলেন ওই দুই সাংসদ  সদস্য
প্রতিক্রিয়ায় অধ্যক্ষ নয়ন কুমার কুন্ডু লিখেন, ‘নাটোরের দুই নক্ষত্র একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সূর্য হয়ে আমাদের মাঝে ফিরে আসবে, আসবেই।
নাটোর পৌরসভার সাবেক কাউন্সিলর জাহিদুল রহমান জাহিদ লিখেন, ‘শিমুল-পলক দুই ভাই, নাটোর বাসীর চিন্তা নাই।

এছাড়াও বাংলাদেশ গ্রাম পুলিশ, শিক্ষক, শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবীরা স্বাগত জানিয়েছেন দুই সাংসদকে।


naore sadar , singra , shimul mp























নাটোরে গৃহবধূকে এসিডে ঝলসে দিলো

হালসা গ্রামে রাশিদা বেগম নামে এক গৃহবধু এসিড় সন্ত্রাসের শিকার হয়েছে গতরাত ১১টার দিকে হালসা ইউনিয়নের আওরাইল এলাকায় এই ঘটনা ঘটে মূমুর্ষ অবস্থায় ওই গৃহবধুকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে, এসিড জাতীয় ধাতব পদার্থ দিয়ে গৃহবধু রাশিদা বেগমকে ঝলসে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন নাটোর সদর হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. শহিদুল ইসলাম সুমন।

ভুক্তভোগি রাশিদা বেগম জানান, শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার হালসা ইউনিয়নের আওরাইল গ্রামের হাসেন আলীর স্ত্রী নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এসময় ঘরের দরজা খোলা থাকলেও তার স্বামী বাড়িতে ছিলো না। এসময় এসিড জাতীয় ধাতব পদার্থ গৃহবধূকে ছুঁড়ে মারা হয়। এসময় গৃহবধুর বাম হাত এবং পিঠের পুরো অংশ পুরে যায়। পরে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় রাতেই নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, ব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। হলেই ব্যবস্থা নেয়া হবে।















Monday, October 29, 2018

LINES IN THE PLANE

LINES IN THE PLANE
Find The Number Of Region
Ln = Ln-1+n  = Number of Region
n = Number of lines

Ln _ Ln-1 + n; for n > 0.




































Sunday, October 28, 2018

Tower of Hanoi Simulation Example with Solution and Mathmatical Induction

Tower of Hanoi L - rule:
1. must move one disk at a time;
2. a larger disk cannot be on top of any smaller disks at any time
3. do it in as few moves as possible
2 Disks
3 Disk

4 Disk

Mathematical induction is a general way to prove that some statement
about the integer is true for all n0. First, we prove the statement
when has its smallest value, n0; this is called the basis. Then we prove the
statement for n > n0, assuming that it has already been proved for all values
between nand 1, inclusive; this is called the induction. Such proof
gives in_nitely many results with only a _nite amount of work.
Recurrences are ideally set up for mathematical induction. In our case,
for example,  follows easily from  The basis is trivial, since T=
2-0. And the induction follows for n > 0 if we assume that holds
when is replaced by 1:
T2Tn-1
    2(2n-1) + 1
     21 :
Hence (1.2) holds for as well. Good! Our quest for Thas ended successfully.


বড়াইগ্রামে ছাত্রীকে বিয়ে করায় মামলা,শিক্ষক-ছাত্রী নিখোঁজ

নাটোরের বড়াইগ্রামে ১৪ বছর বয়সী অষ্টম শ্রেণীর  ছাত্রীকে একই স্কুলের শিক্ষক বিয়ে করার ঘটনায় দ্ইু সহযোগী সহ প্রধান কাজীকে আটক করেছে পুলিশ অপরদিকে ওই ছাত্রীকে নিয়ে স্কুল শিক্ষক লাপাত্তা তাদের খোঁজ কেউ দিতে পারেনি।  আটককৃতদের জিজ্ঞাবাসাদের পর প্রধান কাজী মওলানা গিয়াসউদ্দিন আযমকে ছেড়ে দেয়া হয় এবং তার অধীনস্থ বিয়ের কার্য সম্পাদনকারী কাজীর সহযোগী আলাউদ্দিন আলীকে জেল হাজতে প্রেরণ করা হয় এসময় ওই কাজীর অপর সহযোগী চাঁদ মোহাম্মদকে ভুয়া রেজিস্ট্রার ব্যবহার করার দায়ে তার বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়/
এর আগে সকালে থানায় উপস্থিত হয়ে উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রউব বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলাম, কাজীর সহযোগী আলাউদ্দিন আলী স্কুল ছাত্রীর পিতা আজিম খলিফাকে আসামী করে একটি নিয়মিত মামলা দায়ের করেন শিক্ষক সাইফুল ইসলাম (২৭) উপজেলার জোনাইল এম এল উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক দারিকুশি গ্রামের মৃত আব্দুর রহিম ভূঁইয়ার ছেলে স্কুল ছাত্রী (১৪) পাশ্ববর্তী চর গোবিন্দপুর গ্রামের আজিম খলিফার মেয়ে
বুধবার দেশের বিভিন্ন গণমাধ্যমে সংক্রান্ত সংবাদ প্রকাশ হলে উপজেলা নির্বাহী অফিসার (ই্উএনও) মো. আনোয়ার পারভেজের নেতৃত্বে থানা পুলিশ সরেজমিনে স্কুল শিক্ষক সাইফুল ইসলাম ছাত্রীর বাড়ি যায় তবে তার আগেই প্রশাসন পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়িতে তালা লাগিয়ে দুই পরিবারের সকলে পালিয়ে যায়
পরে ইউএনও বিয়ে কার্য সম্পাদনকারী অভিযুক্ত কাজী মওলানা গিয়াসউদ্দিন আযম, তার সহযোগী আলাউদ্দিন আলী চাঁদ ব্যাপারীকে আটক করার নির্দেশ দিলে পুলিশ সন্ধ্যায় তাদেরকে জোনাইল এলাকা থেকে আটক করে
গত রবিবার ( জুন) দিবাগত মধ্যরাতে একান্ত নিকট আতœীয়দের সাথে নিয়ে ওই ছাত্রীকে বিয়ে করেন শিক্ষক সাইফুল ইসলাম জানা যায়, ক্লাশ নিতে গিয়ে শিক্ষক সাইফুলের নজর পড়ে ওই ছাত্রীর প্রতি এরপর প্রথমে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে অবশেষে ছাত্রীটির পিতার কাছে বিয়ের প্রস্তাব দেন তিনি শিক্ষিত ছেলে শিক্ষকতা করছেন এমনটা ভেবে মেয়ের অমতেই সাইফুল ইসলামের সাথে জোর করে বিয়ে দেয়া হয় তাকে গত জুন আনুষ্ঠানিকভাবে নব বাল্যবধূকে ঘরে তোলার কথা ছিলো কিন্তু গণমাধ্যমে বিষয়ে সংবাদ প্রকাশ হলে সব আনুষ্ঠানিকতা ভেস্তে যায়
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, সহযোগী দুই কাজীকে জেল হাজতে পাঠানো হয়েছে প্রধান কাজীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে শিক্ষক সাইফুল ইসলাম মেয়েটির পিতাকে আটকের চেষ্টা চলছে
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার পারভেজ জানান, একজন স্কুল শিক্ষকের এমন অনৈতিক কান্ড দুঃখজনক ঘটনার জন্য দায়ীদের উপযুক্ত শাস্তি পাওয়া উচিত বলে তিনি মনে করেন।

Most Popular

Football