লাঙ্গলেই মঙ্গল:আলাউদ্দিন মৃধা
লাঙ্গল মার্কায় ভােট চাইলেন আলাউদ্দিন মৃধা
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে জাতীয় পার্টি থেকে মনােনয়ন প্রত্যাশী নাটোর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য শিল্পপতি অধ্যাপক আলাউদ্দিন মৃধা পূজা মন্ডপ পরিদর্শন করে লাঙ্গলেই মঙ্গল এ কথা বলে লাঙ্গল মার্কায় ভােট চাইলেন। শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বড়াইগ্রাম গুরুদাসপুর উপজেলার ৮১টি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন করে লাঙ্গলের পক্ষে গণসংযােগ করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু করে রাত্রী পর্যন্ত পূজা মন্ডপ পরিদর্শন ও গণসংযােগের কার্যক্রম করেন। এসময় তিনি বড়াইগ্রাম ও গুরুদাসপুরের পৌর সদরসহ প্রত্যান্ত এলাকায় অবস্থিত ৮১টি পূজা মন্ডপ পরিদর্শন করেন করে সনাতন ধর্মাবলম্বীদের পল্লীবন্ধু এরশাদের শুভেচ্ছা বার্তায় তাদের কাছে পৌছে দেন। সনাতন ধর্মাবলম্বীদের দেশ ও জাতির উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য লাঙ্গল মার্কায় ভােট দেওয়ার আহবান জানিয়ে বলেন, মনােনয়ন প্রত্যাশী অধ্যাপক আলাউদ্দিন মৃধা বলেন, বড়াইগ্রাম-গুরুদাসপুরে লাঙ্গলের জোয়ার এসেছে। আপনারা প্রস্তুত হন এরশাদের পক্ষে কাজ করার জন্য। দেশের মানুষের শান্তি ফিরিয়ে আনতে লাঙ্গলের কোন বিকল্প নেই। লাঙ্গলেই মঙ্গল এই স্লোগানে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন দুই উপজেলার জাতীয় পার্টির সকল অঙ্গ ও সহযােগী সংগঠনের নেতৃবৃন্দ।
No comments:
Post a Comment