মেয়েরা
মুখে কিছু বলেন না। যৌনতার বিষয় অনেক কিছুই না বলে রেখে দেন নিজের মনে। কারণ, ছোটো থেকে আমাদের সমাজ শিখিয়েছে, যৌনতা নিয়ে সব কিছু করো, কিন্তু আলোচনা কোরো না।
ফলে, মনের
মধ্যে কিছু প্রশ্ন না বলাই থেকে যায়। যার কারণে এখনও অনেক স্বামী-স্ত্রী মিলিত হলেও
তাঁরা সেক্স নিয়ে আলোচনা করেন না।
তাঁদের
উভয়ের কী পছন্দ, তাঁরা হয়তো
নিজেরাই জেনে উঠতে পারেন না ।
মেয়েদের যৌন পছন্দের
জায়গা তো একেবারেই অধরা থেকে যায়। স্বামীর পছন্দ-অপছন্দের যদিও বা আভাস
মেলে, স্ত্রীর
বিষয়ে একেবারেই ভাবলেষহীন আচরণ লক্ষ্য করা যায়। তবে সেক্সোলজিস্টরা বলেন থাকেন, মহিলাদের
যৌন অসন্তুষ্টির ৩টি প্রাথমিক কারণ আছে। জেনে নিন। তা হলে হয়তো, স্ত্রী/প্রেমিকার মন বুঝতে
সুবিধা হবে ।
১। স্ত্রী/প্রেমিকার সঙ্গে আলোচনা না
করা
আগেই
বলেছি, আজও আমাদের সমাজে যৌনতা
নিয়ে তেমন আলোচনা হয় না। এই ট্যাবু থেকে বেরিয়ে আসাতে হবে আপনাকে । স্ত্রী/প্রেমিকার ভালোলাগা-মন্দলাগা নিয়ে তাঁর সঙ্গে
আলোচনা করুন। তার মতামতকেও প্রাধান্য দিন। এ বিষয়ে তাকে সময় দিন।
২।স্ত্রী/প্রেমিকাকে সময় না দেওয়া
আপনি
পুরুষ। কথাতেই আছে, পুরুষদের আবেগ থাকে কম।
অন্তত প্রেমের ক্ষেত্রে মহিলাদের চেয়ে অনেক কম। মহিলারা অনেক বেশি ইমোশনাল। ফলে
সেই ইমোশনে ঘাটতি দেখা দিলে তার কোপ পড়তেই পারে আপনাদের সেক্স লাইফে। তাই ব্যস্ত
সময়ের মধ্যেও স্ত্রী/প্রেমিকাকে সময় দিতে চেষ্টা
করুন। সিনেমায় হলে নিয়ে যান। বাইরে ডিনার করুন। না হলে বাড়িতেই একসঙ্গে সময়
কাটান।
৩।বোরিং সেক্স লাইফ
প্রত্যেকদিন
ডাল-ভাত খেতে ভালো নাও লাগতে পারে আপনার স্ত্রী/প্রেমিকার। একদিন তিনি
চাইতেই পারেন বিরিয়ানি, চিকেন চাপ, হটডগ, কিংবা
ললিপপ। তাই সেই মুহূর্তে স্ত্রী/প্রেমিকার চাহিদা বোঝার
চেষ্টা করুন। একঘেয়ে ব্যাপার না করে ইন্টারেস্টিং কিছু করুন।
এই
৩টিই চাহিদা আপনার স্ত্রীর। এতটুকুই তিনি আশা করতেই পারেন।
এই পোস্টই পড়ে যদি আপনি একটু
হলেও উপকৃত হন, তাহলে পোস্টই শেয়ার করে
আপনার বন্ধুদের উপকৃত হবার সুযোগ করে দিন ।
HEALTH AND FITNESS
No comments:
Post a Comment