Wednesday, October 31, 2018

গুরুদাসপুরে ২০ জনের কারাদন্ড

গুরুদাসপুরে মাদক সেবন ও বিক্রির সময়  ২০ জনকে হাতে নাতে ধরে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধ্যায় তাদের গুরুদাসপুর উপজেলার গজেন্দ্রচাপিলা গ্রাম থেকে তাদের আটক করে র‌্যাবের একটি অপারেশন দল। পরে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মনির হোসেন তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
রাজশাহীর সিপিসি-২, র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আজমল হোসেন  জানান, উপজেলা নির্বাহী অফিসার মনির হোসেন ও তার যৌথ নেতৃত্বে র‌্যাবের ভ্রাম্যমান আদালত উপজেলার গজেন্দ্রচাপিলা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে মাদক বিক্রি ও সেবনের সময় হাতেনাতে ২০ জনকে আটক করা হয়। এসময় ১৫ হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয়। আটককৃতরা হলো খাইরুল ইসলাম, মাহাবুব আলম, আরিফুল ইসলাম, সিরাজ শেখ, খিজা পাহান, পিতা- সুরেন পাহান, খোকা পাহান, দুলাল পাহান, মোঃ মিরাজ, রতন কুমার তেলী, দিবলাল তেলা, শলাবী কুমার পাহান, নিরেন পাহান , পলাশ তেলী, অশীম কুমার পাহান, সবুজ কুমার রায়, জয়নাল শেখ, মোঃ বায়হান হোসেন, পিতা- মোঃ সেকেন্দার মন্ডল, প্রদীপ কুমান সরকার, শ্রী শান্ত কুমার ও  নীল কুমার পাহান। আটককৃতদের পরে  ভ্রাম্যমান আদালতের নির্দেশে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
crime natore gurdaspur rab



No comments:

Post a Comment

Most Popular

Football