রাজশাহীর সিপিসি-২, র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আজমল হোসেন জানান, উপজেলা নির্বাহী অফিসার মনির হোসেন ও তার যৌথ নেতৃত্বে র্যাবের ভ্রাম্যমান আদালত উপজেলার গজেন্দ্রচাপিলা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে মাদক বিক্রি ও সেবনের সময় হাতেনাতে ২০ জনকে আটক করা হয়। এসময় ১৫ হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয়। আটককৃতরা হলো খাইরুল ইসলাম, মাহাবুব আলম, আরিফুল ইসলাম, সিরাজ শেখ, খিজা পাহান, পিতা- সুরেন পাহান, খোকা পাহান, দুলাল পাহান, মোঃ মিরাজ, রতন কুমার তেলী, দিবলাল তেলা, শলাবী কুমার পাহান, নিরেন পাহান , পলাশ তেলী, অশীম কুমার পাহান, সবুজ কুমার রায়, জয়নাল শেখ, মোঃ বায়হান হোসেন, পিতা- মোঃ সেকেন্দার মন্ডল, প্রদীপ কুমান সরকার, শ্রী শান্ত কুমার ও নীল কুমার পাহান। আটককৃতদের পরে ভ্রাম্যমান আদালতের নির্দেশে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
LOCAL NEWS
No comments:
Post a Comment