Tuesday, October 30, 2018

আবারো সংসদে ফেরার প্রত্যাশা শিমুল পলকের



 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাটোরের দুই সংসদ সদস্যের একটি ছবি এর ক্যাপশন নিয়ে বেশআলোচনা শুরু হয়েছে একটি ছবিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্তসা নিয়ে জনগনের দোয়ায় আবারো সংসদে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন দুই সংসদ সদস্য
সোমবার  নাটোর- সংসদ সদস্য আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নিয়ে সংসদ ভবনে তোলা একটি ছবি পোস্ট করেন নাটোর-  সংসদ সদস্য জেলা লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল। ছবির ক্যাপশনে লেখা ছিলো-‘আবার আসিব ফিরে জনগণের দোয়া নিয়ে
দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনের শেষ দিনে সংসদ ভবনে ছবি তোলেন ওই দুই সাংসদ  সদস্য
প্রতিক্রিয়ায় অধ্যক্ষ নয়ন কুমার কুন্ডু লিখেন, ‘নাটোরের দুই নক্ষত্র একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সূর্য হয়ে আমাদের মাঝে ফিরে আসবে, আসবেই।
নাটোর পৌরসভার সাবেক কাউন্সিলর জাহিদুল রহমান জাহিদ লিখেন, ‘শিমুল-পলক দুই ভাই, নাটোর বাসীর চিন্তা নাই।

এছাড়াও বাংলাদেশ গ্রাম পুলিশ, শিক্ষক, শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবীরা স্বাগত জানিয়েছেন দুই সাংসদকে।


naore sadar , singra , shimul mp























Most Popular

Football